এগিয়ে চলছে পুরাণবাজার মধুসূধন উবি’র মার্কেট নির্মাণ কাজ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মিত ৪ তলা মার্কেট ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের অর্থায়নে এই মার্কেট নির্মাণ কাজ চলমান রয়েছে। গত কিছুদিন এ ভবন নির্মাণ কাজে একটি চক্র স্মৃতিস্তম্ভ নির্মাণ করার নাম করে কাজে বাঁধাগ্রস্ত করেছিল। বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ভবন নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ৪ তলা ভবনের মধ্যে প্রথমে নিচ তলার কাজ সমাপ্তের পথে রয়েছে। এখানে ২৩০ ফিট দৈর্ঘ্য ও ২০ ফিট প্রস্থে ২২টি দোকান করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাশ জানান, আমি এই বিদ্যালয়ের যোগদান করে অবকাঠামো ও শিক্ষায় পরিবর্তন আনতে চেয়েছি। একই সাথে চেয়েছি বিদ্যালয়ের অর্থের উৎস হিসেবে বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মিত পুরনো টিনের ঘরগুলো ভেঙ্গে সংস্কার করে পাকা ভবন তৈরি করে মার্কেট নির্মাণ করার। যারা আগের ব্যবসায়ী ছিলেন তাদেরই প্রাধান্য দেয়া হচ্ছে। পূর্বের ব্যবসায়ীরা এই নতুন ভবনে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে তাদের আগাম টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিয়েছে। ওইসব ব্যবসায়ীরা ব্যাংকে টাকা জমা দিয়ে রিসিটগুলো শুধু বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। এই মার্কেটের আয়ের উৎস দিয়েই বিদ্যালয়ের সব কার্যক্রম চালানো হবে।

১০ সেপ্টেম্বর, ২০১৯।