কচুয়ায় ডেঙ্গুতে আক্রান্ত ২ জনের মৃত্যু


আহসান হাবীব সুমন
কচুয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে শিশুসহ ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এর মধ্যে গত বুধবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের হুমায়ন কবীর নামে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্যে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। অপরজন একই গ্রামের আলমগীর মুন্সির শিশু সন্তান ইদ্রিছ হোসাইন রোববার ঢাকা মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় বৃহস্পতিবার কর্তব্যরত ডাক্তার বোরহান নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেছে।
কচুয়া হাসপাতালে চিকিৎসাধীনরা হলো- উপজেলার কাদলা গ্রামের জিসান, শ্রীরামপুর গ্রামের রাসেল, কাপিলাবাড়ি গামের মহিন, আকানিয়া নাছিরপুর গ্রামের বোরহান উদ্দীন, প্রসন্নকাপ গ্রামের সোলেমান, উজানী গ্রামের হাবীবা ও তৈতেয়া গ্রামের শফিকুল ইসলাম। অন্যরা চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

০৯ আগস্ট, ২০১৯।