কাল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রেস বিজ্ঞপ্তি
আগামিকাল শনিবার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-এমপি। উদ্বোধন করবেন প্রবীণ সংস্কৃতজন জীবন কানাই চক্রবর্তী।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী রয়েছে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল প্রকাশ, নতুন কমিটি ঘোষণা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্র থেকে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর ও মনসুরা বেগমসহ একটি প্রতিনিধি দল এ সম্মেলনে যোগ দেবেন।
‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ এমন সুরে এই দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন, চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহম্মদ ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস।