গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন

সভাপতি হান্নান, সম্পাদক নেছার, সাংগঠনিক বিল্লাল

ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল বুধবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সম্মেলন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের চর-রাঘররায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনে ইউপি চেয়াম্যান আ. হান্নান মিয়া সভাপতি, কাউছার আহমেদ সিনিয়র সহ-সভাপতি, নেছার আহমেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক, মোক্তার আহমেদ মিজি যুগ্ম-সাধারণ সম্পাদক, বিল্লাল মেম্বার সাংগঠনিক সম্পাদক, মাহবুবুবর রহমান মিজি সহ-সাংগঠনিক সম্পাদক এবং কাজী মোজাম্মেল হোসেন নির্বাচিত হন।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হান্নান মিয়া মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
এসময় তিনি বলেন, যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, পকেট কমিটির মাধ্যমে নিজের আখের গোছানোর চেষ্টা করেন। ফরিদগঞ্জের তিন যুবদল নেতার খুনের পিছনে যারা রয়েছেন তাদের দিয়ে বিএনপি কখনো শক্তিশালী হতে পারে না। তাই আমরা মাঠে নেমেছি, বিএনপির প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়নের সাথে সাথে দলকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে।
তিনি আরো বলেন, সাবেক ছাত্রনেতা শরীফ মোহাম্মদ ইউনুছ নিজের ইউনিয়নেই সম্মেলন করতে পারেননি। কিন্তু আজ আমরা এখানে সম্মেলন করে দেখিয়ে দিলাম, মনের জোর আর ভালবাসলে শত বাঁধা-বিপত্তি ডিঙ্গিয়ে সম্মেলন করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহআলম মুকুল, সাবেক ভিপি জাকির হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাবুল বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. সেলিম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, উপজেলা তাতী দলের আহ্বায়ক জি এস মমিন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মাও. ইদ্রিস, শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, সদস্য ফারুক খান, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন, উপজেলা ও পৌর ছাত্রদলের আ. রহিম, সাইফুল ইসলাম সুমন, শাহাদাৎ হোসেন, শাওন পাঠান প্রমুখ।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে ওয়ার্ড সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন- হেদায়েত উল্ল্যা, আ. রহমান, মাসুদ আরশ, সুমন পাটওয়ারী, তাজুল ইসলাম, ডা. বকুল, আ. কুদ্দুছ বেপারী, শাহআলম মুন্সী, তাজুল ইসলাম, মামুন মোল্লা, ফরিদ খান, মিলন খান, রফিকুল ইসলাম, ইসমাইল, মিজান ভূইয়া, আলমগী শাহ, ছৈয়দ ভূঁইয়া,আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ওসমান গনি বেপারী, সাধারণ সম্পাদক আলী বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবু তাহের গাজী, যুগ্ম-সম্পাদক মাইউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মাসুম খানসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।