চট্টগ্রামের রুহেলা খান চৌধুরী রোটারী গভর্নর নির্বাচিত

সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোটারী কনফারেন্সে নির্বাচিত জেলা গভর্নর (২০২২-২৩) রোটা. রুহেলা খান চৌধুরীর সাথে দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটা. মাহবুবুর রহমান সুমন। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম রিভার সাইন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. রুহেলা খান চৌধুরী ২০২২-২৩ রোটাবর্ষের জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন। গত ৪ জানুয়ারি বিকেলে সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২, বাংলাদেশের কনফারেন্সে ২০২২-২৩ রোটাবর্ষের জেলা গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐদিন রাতে ফলাফল ঘোষণা করা হলে রোটা. রুহেলা খান চৌধুরীকে বিজয়ী হন।
নির্বাচিত জেলা গভর্নর (২০২২-২৩) রোটা. রুহেলা খান চৌধুরী ২০০১ সালে চট্টগ্রাম ইস্ট রোটারী ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। পরে ২০১৪-১৫ সালে চট্টগ্রাম রিভার সাইন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রোটা. রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ ও ৩২৮২ এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৭-০৮ সালে সেরা সভাপতি নির্বাচিত হওয়ায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ এর তৎকালীন গভর্নর মরহুম রোটা. রফিক সিদ্দিকী প্রথম নারী সভাপতি হিসেবে রোটা. রুহেলা খান চৌধুরীকে স্বর্ণপদক প্রদান করেন।
রোটা. রুহেলা খান চৌধুরী চট্টগ্রাম জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবার চুনাতী ডেপুটি বাড়ির সন্তান। তৎকালীন সরকারি কর্মকর্তা মো. নাজাবুতউল্লাহ খান ও শাহানা খানের বড় সন্তান রোটা. রুহেলা খান চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর রোটা. রুহেলা খান চৌধুরীর সাথে বিশিষ্ট শিল্পপতি মো. জিয়াউদ্দিন চৌধুরীর সাথে বিয়ে হয়। তাদের ২ মেয়ে ও ১ ছেলে। একমাত্র ছেলে মোহাইমিন চৌধুরী আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে কানাডায় বসবাস করছেন। বড় মেয়ে উজমা শুকরানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ছোট মেয়ে আনিকা ফারজিন চট্টগ্রামস্থ ইন্টারন্যাশনাল এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন-এর একাডেমিক রেজিস্ট্রি প্রধান হিসেবে কর্মরত।
বিশিষ্ট নারী উদ্যোক্তা ও শিল্পপতি রোটা. রুহেলা খান চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত।