চাঁদপুরে পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভা


কোন দপ্তর কি সেবা দিচ্ছে তা আমাদের জানতে হবে
…….অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও আসহায়দের মাঝে অনুদান প্রদান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের সেবা দ্রুততম সময়ে তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য থাকতে হবে। কোন দপ্তর কি সেবা দেয় তা আমাদের জানতে হবে। যদি না জানি তাহলে আমরা ঠিকমত সেবা পেতে পারবো না।
সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, মেডিকাল অফিসার ডা. গোলাম কাউছার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে ৭ জন দুঃস্থ, অসহায় ও গরিবের মাঝে ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

২৪ জুলাই, ২০১৯।