জেদ্দায় রিপোর্টাস এসোসিয়েশনের সাথে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়


সাগর চৌধুরী
সাংবাদিকতার মহান পেশার মাধ্যমে প্রবাসী সাংবাদিকেরা, প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনে আসা চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রিপোর্টাস এসোসিয়েশন অফ ইলেক্ট্রনিক মিডিয়া পশ্চিমাঞ্চল সৌদি আরবের নেতৃবৃন্দের মতবিনিময় সভার প্রধান অতিথি জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলার মুজিবুর রহমান এ কথা বলেন। গত সোমবার রাতে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় গোল্ডেন হোটেলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবসহ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সচিব ফখরুল ইসলাম বলেন, প্রবাসী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোন প্রয়োজনে দূতাবাস সবসময় তাদের পাশে থাকবে।
বিশেষ অতিথি জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মোস্তফা জামিল বলেন, সাংবাদিকদের সহায়তায় কনস্যুলেটের সকল কর্মকর্তা আন্তরিক।
চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, আমরা একটি জেলার কয়েক লাখ মানুষের প্রতিনিধিত্ব করছি। আর প্রবাসী সাংবাদিক ভাইয়েরা নিজ কর্মের পাশাপাশি ২১ লাখ প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করছেন। তাদের এই কর্মকা- সত্যিই প্রশংসার দাবিদার। তারা সৌদি আরব প্রবাসী সংবাদকর্মীদের ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমণের আমন্ত্রণ জানান।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশ গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলা ভিশনের চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা, এস এ টিভির চাঁদপুর প্রতিনিধি জি এম শাহিন, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চ্যানেল আই প্রতিনিধি ও সৌদি গেজেটের রিপোর্টার রুমি সাঈদ, বর্তমানকন্ঠের প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ, ডেইলি অবজারভার ও দৈনিক ইলশেপাড় প্রতিনিধি মফিজুল ইসলাম সাগর চৌধুরী, আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, এস এম মুর্শেদ সেলিম ও জসিম উদ্দিন।
সুন্দর একটি আয়োজনের জন্য রিপোর্টাস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংবাদকর্মীদের সফলতা কামনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দের মধ্যে এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, চ্যানেল ২৪ ও বার্তা সংস্থা ইউএনবির সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহাম্মদ, মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি মোহাম্মাদ ফিরোজ, মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক হোসেন ভূঁইয়া, ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদ, সময় টিভির জেদ্দা প্রতিনিধি শিপন আল মামুন, যযুনা টিভির জেদ্দা প্রতিনিধি হাসান মোর্শেদ মুরাদ, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউছার আব্দুস সালাম ও বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব প্রমুখ। সভায় অতিথিসহ চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।