জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পরিষদ জনকল্যাণমুখী ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে
……চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপনে চাঁদপুর জেলা পরিষদ জনকল্যাণমুখী ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে জাতির পিতার সংগ্রামী জীবন, দেশপ্রেম, নীতি-আদর্শ, লক্ষ্য, স্বপ্নগুলো জানাতে হবে। তবেই নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি হবে। তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ। আসুন আমরা সবাই মুজিব বর্ষ উদযাপনে শামিল হই। প্রত্যেকেই দেশ ও জনকল্যাণে ভালো কাজে শামিল হই, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। তিনি গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, সদস্য মো. আল-আমিন ফরাজী, মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, এসএম আল-মামুন সুমন, মো. মশিউর রহমান মিটু, মো. রফিক আহমেদ তালুকদার, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, মহিলা সদস্য যথাক্রমে মিসেস ইয়াসমীন, খোদেজা রহমান, জোবেদা বেগম খুশি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ।

১৯ সেপ্টেম্বর, ২০১৯।