জেলা বিএনপি’র স্মরণ সভা ও দোয়া

জানাযায় শফিক ভূঁইয়ার জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে



স্টাফ রিপোর্টার
কেন্দ্রিয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুম শফিকুর রহমান ভূঁইয়া যেভাবে চলে গেছেন আমাদের সবাইকে একদিন এভাবে চলে যেতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন। তিনি বলেন, মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার জনপ্রিয়তা তাঁর জানাযায় প্রমাণিত হয়েছে। চাঁদপুরের স্মরণকালের সর্ববৃহৎ জানাযা হয়েছে মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, নাগরিক ঐক্যের সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহম্মেদ, চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, গণফোরামের জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শরীফ মো. ইউনুছ, জামায়াত নেতা অ্যাড. সালেহ আহম্মেদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক শামছুদ্দিন মন্টু, সাবেক ছাত্রনেতা হাজি মোশাররফ হোসেন, রফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী।
বাবার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার বড় মেয়ে শারমিন আক্তার জুঁই। তিনি বলেন, আমার বাবা মরহুম শফিকুর রহমান ভূঁইয়া শুধু বিএনপি নয় পুরো চাঁদপুর নিয়েই চিন্তা করতেন। পৌরবাসীর খেদমতে তিনি সবসময়ই নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি আমাদের ছাড়াও পৌরবাসীদেরও সন্তানের মতোই ভালোবাসতেন। তাদের সুখে-দুখে ছুটে যেতেন। এছাড়া তাঁর দল বিএনপির জন্যও তিনি অন্তঃপ্রাণ ছিলেন। তাইতো মৃত্যুর আগে বিগত এক দশকে বিএনপির যতো গ্রুপিং ছিলো তার প্রচেষ্টায় নিরসন হয়ে যায়। আপনারা যদি আমার বাবাকে ভালোবাসেন তবে বিএনপিতে ঐক্যবদ্ধ থাকবেন।
শারমিন আক্তার জুঁই তাঁর বাবার জন্য দোয়া চেয়ে আরো বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে ক্ষমা করেন ও জান্নাত দান করেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।
স্মরণসভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি সোহেব আহম্মেদ, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক জিতু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি এইচ ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েল প্রমুখ।