মতলব উত্তরে গ্রাম পুলিশের সমাবেশ


আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে প্রশংসনীয় ভূমিকা রাখতে হবে — ওসি মো. মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশকেও প্রশসংনীয় ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে। গতকাল সোমবার মতলব উত্তর থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশকালে তিনি একথা বলেন।
ওসি মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ-খবর নিতে হবে এবং থানা পুলিশকে জানাতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
গ্রাম পুলিশের জন্মের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের একজন হয়ে কাজ করতে হবে। যেকোন অপরাধ থেকে জনগণকে বিরত রাখতে ভূমিকা রাখতে হবে।