মতলব উত্তর সর্দারকান্দি সপ্রাবি’র শিক্ষার্থীদের দুপুরের খাবার প্রদান


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার প্রদান করেন এসএমসির সভাপতি মজনু দেওয়ান। গত বুধবার দুপুরে এসএমসি সভাপতি মজনু দেওয়ান নিজ উদ্যোগে শিক্ষার্থীদের দুপুরের খাবার হিসেবে রুটি ও মিষ্টি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক আবু বকর, আরিফ উল্লাহ, ইউপি সদস্য মধুমালা বেগম, এসএমসির দাতা সদস্য মতি প্রধান, সহ-সভাপতি আবদুস সাত্তার প্রধান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, সমাজসেবক রবি উল্লাহ বেপারী, মোখলেছুর রহমান প্রধান, মোছলেম বেপারী, এনায়েত আলী মিঝিসহ শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এসএমসি সভাপতি মজনু দেওয়ান বলেন, দলমত নির্বিশেষে সবাইকে শিক্ষার বিষয়ে একমত হতে হবে। এ বিষয়ে কোনো রাজনীতি নেই। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ থাকবে না। আমরা সবাই মিলে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে তুলতে হবে। যাতে শিক্ষার্থীরা আকৃষ্ট হয়ে বিদ্যালয়মুখী হয়। শিক্ষকরা দরদ দিয়ে পড়ালেখা করালে মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব হবে।
দুপুরে খাবার দেয়ার বিষয়ে মজনু দেওয়ান বলেন, এই উদ্যোগে সন্তানের মায়েদের উদ্বুদ্ধ করতে হবে। যেন তারা প্রতিদিন তাদের সন্তানদের সঙ্গে খাবার পাঠিয়ে দেন। সরকার বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। মায়েদের শুধু খাবার দেয়ার অনুরোধ জানান।
দুপুরের খাবার পেয়ে শিক্ষার্থীরা খুশি হয়ে জানান, নতুন সভাপতি দুপুরের খাবারের ব্যবস্থা করেছে। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১০ আগস্ট, ২০১৯।