শাহরাস্তিতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধন

স্মার্ট জাতীয় পরিচয়পত্র উন্নয়ন অগ্রযাত্রার গতি বহুগুণ বাড়বে
…… যুগ্ম-সচিব আবদুল বাতেন



নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব আবদুল বাতেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওবায়েদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যা চৌধুরী, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল প্রমুখ।
নির্বাচন কমিশন যুগ্ম-সচিব আবদুল বাতেন তার বক্তব্য বলেন, দেশ আজ উন্নয়নের যে মহাস্্েরাতে অবস্থান করছে জনগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রার গতি আরো বহুগুণ বৃদ্ধি পাবে। স্মার্ট জাতীয় পরিচয় পত্রে একজন নাগরিকের ৩২টি তথ্য থাকবে, আগামিতে স্মার্ট জাতীয় পরিচয় পত্রধারী নাগরিকের কোন পাসপোর্টের প্রয়োজন হবে না।
সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন অতিথিবৃন্দ।