হাইমচরে ৫০ হাজার মানুষ পানিবন্ধী, চরভৈরবীতে ত্রাণ সামগ্রী বিতরণ


সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে জোয়ারের পানিতে পানিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় চরভৈরবী ইউনিয়নের নতুন বাজারে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি পানিবন্ধী লোকজনের উদ্দেশে বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যার পানির ঢল এবং জোয়ারের পানির কারণে স্বাভাবিকের চেয়ে ৭ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে চরভৈরবী ইউনিয়নসহ চরাঞ্চলের নীলকমল ইউনিয়নের ঈশানবালা, মাঝির বাজার, গাজীপুর ইউনিয়ন, হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্ধী রয়েছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন। আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। জননেত্রী শেখ হাসিনা ও আপনাদের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপনাদের পাশে আছে। আমরা চাল, ডাল, চিনি, চিরা, মুড়ি, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আপনাদের ঘরে-ঘরে পৌঁছে দিচ্ছি। আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী বিগত দিনে আপনাদের খোঁজ-খবর রেখেছে, বর্তমানেও রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। আপনারা ডা. দীপু মনির জন্য দোয়া করবেন তিনি যেন আপনাদের দোরগোড়ায় এভাবেই সেবা পৌঁছে দিতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন, পারভেজ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৪ আগস্ট, ২০১৯।