হাজীগঞ্জে প্রাথমিকের প্রশিক্ষণার্থী শিক্ষকদের মানববন্ধন


হাজীগঞ্জ ব্যুরো
প্রধান শিক্ষকের পরের গ্রেড ১১তম গ্রেডের বেতন দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকরা। গতকাল সোমবার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে (উপজেলা পরিষদের গেটের সামনে) এ মানববন্ধন কর্মসূচি পালন করে আলীগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইউনিস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকরা।
বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে মানববন্ধনে শিক্ষকেরা বলেন, প্রধান শিক্ষকের পরের গ্রেড চাই, আমরা ‘সহকারী প্রধান শিক্ষক’ এর পদ চাই না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বেতন কাঠামোকে ১১তম গ্রেডে উন্নীতকরণে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধবে বক্তব্য রাখেন আলীগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইউনিস্টিটিউটের প্রশিক্ষণার্থী মো. সাইফুল ইসলাম সরকার, এ আর জ্যোতি, মো. মনির হোসেন, ওমর ফারুক, জানিবুল ইসলাম ও হাসিবুর রহমান। এ সময় বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় প্রশিক্ষণার্থী শিক্ষকরা।