হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের করদি-সিদলা গ্রামের সরদার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির বিল¬াল সরদারের বসতঘর পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে বিল¬াল সরদারের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষনে বসতঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, তৈজসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।