হাজীগঞ্জে মাজার জিয়ারত করলেন এলজিআরডিমন্ত্রী

সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রাহ.) এর

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রাহ.) মাজার জিয়ারত করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। গত শনিবার বিকালে তিনি সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রাহ.) মাজার জিয়ারত ও ৫৬তম বার্ষিক ওরছে নববী (সা.) এর মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ইমামে রাব্বানী দরবার শরীফের আসেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রাহ.) মাজার জিয়ারত করেন এবং ইমামে রাব্বানী দরবার শরীফের ৫৬তম বার্ষিক ওরছে নববী (সা.) এর মাহফিলে বক্তব্য রাখেন।
এ সময় দরবারের পীর ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনিসহ সরকারি কর্মকর্তারা ও ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।