মেহের ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স কোর্সের উদ্বোধন

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স কোর্সের আনুষ্ঠানিকভাবে টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বলেন, এ প্রাচীন বিদ্যাপীঠে অনার্স কোর্স চালু হচ্ছে জেনে আমি আনন্দিত। মানসম্মত ও আধুনিক শিক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে তোমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, অতি শ্রীঘ্রই মেহের ডিগ্রি কলেজকে আমরা জাতীয়করণ করবো, ইনশআল্লাহ।
মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহাবুদ্দিন পাটোয়ারী এম এ সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রাহুল তারুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কলেজ গভণিং বর্ডির সদস্য আ. মান্নান মোল্লাসহ কলেজ শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।