শাহরাস্তিতে শতাধিক অবৈধ ড্রেজার কৃষি মাঠে


কয়েকটি স্থানে সড়ক ও বসতবাড়ি হুমকির মুখে

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলাজুড়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধ ড্রেজারের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এক শ্রেণির অসাধু কারবারীরা। সড়ক মহাসড়কের পাশে কিংবা বসতবাড়ির পাশে এসব অবৈধ ড্রেজার বসিয়ে চালাচ্ছে এ ব্যবসা। ফলে কয়েকদিন পরেই শুরু হয় ভাঙন। পাশর্^বর্তী সড়ক আর বসতবাড়িগুলো নদী ভাঙনের মত অবস্থা সৃষ্টি হয়।
শাহরাস্তি উপজেলায় অনিয়ন্ত্রিত ইটভাটা আর বসতবাড়ি নির্মাণের ফলে প্রতিনিয়তই কমছে কৃষি জমি। সেই সাথে পাল্লা দিয়ে চলছে কৃষি মাঠে অবৈধভাবে ড্রেজার। ড্রেজার বসাতে প্রশাসনের অনুমোদন নিয়ম-নীতির প্রয়োজনীয়তা থাকলে ও অবৈধ ড্রেজার কারবারীরা গায়ের জোরে যত্রতত্র বসাচ্ছে এসব ড্রেজার। কৃষিমাঠে অবৈধভাবে ড্রেজার বসানোর ফলে পাশর্^বর্তী কৃষি জমিগুলো ভেঙ্গে তলিয়ে যায়। পরবর্তীতে এসব কৃষি জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এছাড়া কিছু অবৈধ ড্রেজার ব্যবসায়ী গ্রামীণ সড়ক ও মহাসড়কের উপর বাঁধ দিয়ে অবৈধ ড্রেজারের পাইপ টেনে নেয়, এতে সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
উপজেলাজুড়ে সরেজমিনে ঘুরে ও স্থানীয় কৃষকরা জানায়, উপজেলার বিভিন্ন কৃষিমাঠে চলছে শতাধিক ড্রেজার। এতে সড়কের পাশর্^বর্তী অবৈধ ড্রেজার বসানোর ফলে গ্রামীণ জনপদের প্রায় ১০টি সড়ক ভয়াবহ ভাঙন ক্ষতির সম্মুক্ষীন হয়েছে। বসতবাড়ির পাশে বসানো অবৈধ ড্রেজারে প্রায় ১৬টি বসতবাড়ি ভয়াবহ ভাঙন ও ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে।
অবৈধভাবে কৃষিমাঠে বসানো ড্রেজার বসানোর স্থানগুলো হচ্ছে- উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের কৃষিমাঠে ৩টি, উয়ারুক বাজারের পাশর্^বর্তী কৃষিমাঠে ২টি, সেঁতরা গ্রামে ১টি, দোপল্লা গ্রামে ২টি, টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামে ২টি, হোসেনপুর গ্রামে ২টি, ইছাপুরা গ্রামে ২টি, বলশিদ গ্রামে ২টি, সুচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক কৃষিমাঠে ৩টি, সুচীপাড়া গ্রামে ২টি, লাকামতা গ্রামে ২টি, দৈকামতা গ্রামে ১টি, চাঁদপুর গ্রামে ১টি, সুচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামে ২টি, লোটরা গ্রামে ২টি, রাগৈ গ্রামে ২টি, কেশরাঙ্গা গ্রামে ১টি, চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী গ্রামের কৃষি মাঠে ৩টি, নরহ গ্রামে ২টি, শ্যামপুর গ্রামে ২টি, কাদরা গ্রামে ২টি, কর্ণপাড়া গ্রামে ১টি, চান্দল গ্রামে ১টি, সালেঙ্গা গ্রামে ১টি, নোয়াপাড়া গ্রামে ১টি, চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামে ২টি, একাতড়ী গ্রামে ২টি, দৈয়ারা গ্রামে ২টি, আয়নাতলী গ্রামের কৃষিমাঠে ২টি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া গ্রামে ২টি, খিলাবাজার কৃষি মাঠে ২টি, ভেরকী গ্রামে ২টি, আহম্মদনগর গ্রামে ২টি, প্রসন্নপুর গ্রামে ১টি, গ্রামখিলা গ্রামে ১টি, রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে ১টি, রশিদপুর গ্রামে ১টি, চন্ডিপুর গ্রামে ২টি, মেহার দক্ষিণ ইউনিয়নের দারুনকরা গ্রামে ২টি, দেবকরা গ্রামে ২টি, ফতেপুর গ্রামে ১টি, মেহের উত্তর ইউনিয়নের খনেশ^র গ্রামে ১টি, শাহরাস্তি বাজার পার্শ^বর্তী কৃষিমাঠে ১টি, কাকৈরতলা বাজার পাশর্^বর্তী কৃষিমাঠে ১টি, নায়নগর গ্রামে ১টি, শাহরাস্তি পৌরসভার চিকুটিয়া এলাকায় ২টি, নোয়াগাঁও এলাকায় ১টি, বাওলা এলাকায় ২টি, ভাটুনীখোলা এলাকায় ১টি, কাজিরকাপ এলাকার কৃষিমাঠে ১টি, সেনগাঁও এলাকার কৃষিমাঠে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার জানান, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের বিষয়ে আমাদের চলমান মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। বেশ কয়েকজন ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ড্রেজার বিষয়ে কোন অভিযোগ থাকলে আমাদের লিখিতভাবে জানালে আমরা ব্যবস্থা নিবো।

০৩ অক্টোবর, ২০১৯।