তরুণ সেই নুর হোসেন।

নিজস্ব প্রতিবেদকঃ “আমি বড়ই ক্লান্ত”
মোঃ দেলোয়ার হোসেন (নূর)
………..
আমি আজ বড়ই ক্লান্ত
ন্যায় অধিকার হারিয়ে,
আমি আজ পরিশ্রান্ত
বাক স্বাধীনতায় দাড়িয়ে।
আমি আজ বড়ই দিশেহারা
গণতন্ত্র নাই দেশে,
কবে হবো খুশিতে আত্বহারা,
স্বাধীন মতের বেষে।
আমি আজ বড়ই নিঃশ্ব
চলিবার নাই কর্ম,
প্রতিহিংসা, রাজনীতি
এটা কোন ধর্ম।
আমি কেন নিরাপদ নই
থেকেও মায়ের পেটে,
নৈরাজ্য আর খুন গুম
কেন আজ ঘটে,
আমি কেন ঝুলে আছি
সিমান্তের কাটা তারে,
আমার বোনের ইজ্জতের বিচার
পাইনা হাকীমের দ্বারে।
আমায় কেন চাপাতীর কোপে
নৃশংসতায় হত্যা করে,
আমি কেন আজ বীনা দুষে
বন্ধী কারাগারে,।
আমি কেন আজ বন্চীতো
লান্চীতো এই দেশে,
আমি চাই মুক্তি,চাই অধিকার
স্বাধীন বাংলাদেশে।।