রোটারীর সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘সার্ভিস এবাভ সেল্ফ’
ইল্শেপাড় ডেস্ক
প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে একজন নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসাবে বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমুখী কাজ করে চলেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও রোটারী ক্লাব অব কুমিল্লার পাস্ট প্রেসিডেন্ট রোটা. প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। তাঁর এই নিঃস্বার্থ সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রোটারী ইন্টারন্যাশনাল তাকে ‘সার্ভিস এবাভ সেল্ফ’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। গত ১৯ এপ্রিল ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত রোটারী বাংলাদেশের ইনকামিং লিডারস্ ট্রেনিং সেমিনারে তাঁর কাছে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।
ওই অনুষ্ঠানে রোটারিয়ান প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের কাছে সম্মাননা স্মারক হস্তান্তর করেন রোটারী ইন্টারন্যাশনালের পক্ষে বাংলাদেশের রোটারীর কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিডিজি রোটা. ড. ইশতিয়াক এ. জামান।
২১ এপ্রিল, ২০২৫।