স্টাফ রিপোর্টার
এপেক্স ক্লাব অব চাঁদপুরের ইফতার ও ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর আইনজীবী সমিতির মিলনায়তনে এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট হাফেজ মাও. ওমর ফারুক ও সেক্রেটারী এন্ড ডিএনএ অ্যাড. নাজমুল হোসেন শিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইপিডিজি-৮ অ্যাড. জাকির হোসেন ফয়সাল।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ লাইফ মেম্বার অ্যাড. রুহুল আমিন সরকার, চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন, আইপিপি অ্যাড. নাজিম উল্যা বাপ্পি. সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র দে, পিপি অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিপি অ্যাড. এমরান হোসেন, পিপি অ্যাড. হারুন অর রশিদ, পিপি অ্যাড. জসিম উদ্দিন, পিপি অ্যাড. হারুন-অর-রশিদ, সার্ভিস ডিরেক্টর অ্যাড. কামাল হোসেন, ট্রেজারার দলিল উদ্দিন ভূঁইয়া, পাবলিক স্পিকিং এন্ড ডিবিটিং ডিরেক্টর সাংবাদিক মনির হোসেন, এপে. অ্যাড. হালিম পাটওয়ারী, এপে. অ্যাড. আবুল হাসানাত বেপারী, এপে. অ্যাড. মাইনুল ইসলাম, এপে. অ্যাড. শাহাদাত হোসেন, এপে, অ্যাড. মনির হোসেন, এপে. মামুন হোসেন, অ্যাড. আব্দুল কাদের খান, এপে. আলমগীর হোসেন, এপে. নাদিম খান, এপে. জাহাঙ্গীর হোসেন, এপে. খোরশেদ আলম, এপে. এওয়াইএম জাকারিয়া, এপেক্স ক্লাব অফ কচুয়া সভাপতি অ্যাড. জসিম উদ্দিন প্রধান, এপে. রেহান উদ্দিন, এপে. সঞ্চয় সাহা প্রমুখ।
২৯ মার্চ, ২০২৩।