স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের এজিএম অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিএনএ কামাল হোসেনের পরিচালনা এজিএম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা-৮ ডিজি এপেক্সিয়ান জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা-৮ আইপিডিজি এপে. অ্যাড. জাকির তালুকদার ফয়সাল, এপে. ইয়াসিন সুমন, ডিস্টিক সেক্রেটারি-৮ এপে. ইমরান মির্জা, সিনিয়র সহ-সভাপতি নাজমুল তালুকদার শিপন, জুনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের খাঁন, আইপিপি অ্যাড. এপে. হাফেজ ওমর ফারুক. পিপি অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিপি অ্যাড. এমরান হোসেন, পিপি অ্যাড. হারুন-অর-রশিদ, পিপি জহিরুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর অ্যাড. শাহাদাত হোসেন, ট্রেজারার দলিল উদ্দিন ভূঁইয়া, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর সাংবাদিক মনির হোসেন, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর আক্তার হোসেন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. অ্যাড. এএনএম মাইনুল ইসলাম, সার্জেন্ট এপে. অ্যাড. মাহবুবুর রহমান চিসতী, ফ্লোর মেম্বার এপে. অ্যাড. হালিম পাটওয়ারী, এপে. অ্যাড. আবুল হাসানাত বেপারী, এপে অ্যাড. জাবির হোসেন, এপে. অ্যাড. মনির হোসেন, এপে. খোরশেদ আলম, এপে. অ্যাড. মামুন হোসেন, এপে শেখ মো. বিল্লাল হোসেন, এপে. গোলাম গাউস রাসেল, এপে কে ওয়াই জাকারিয়া, এপে. ফয়সাল হোসেন, এপে. সাইফুল ইসলাম সিন্টু, এপে. মামুন হোসেনসহ আরো অনেকে।
২৭ নভেম্বর, ২০২৪।