ইলশেপাড় রিপোর্ট
কলকাতা রোটারী ক্লাবের রাইজিং ফান্ড’স এন্ড স্কেলিং বিজনেস মিটিং মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১টায় কলকাতা রোটারী সদনে অনুষ্ঠিত হয়। সভায় স্পোকসপার্সন হিসেবে বক্তব্য রাখেন আলকেশ আগারওয়াল। ক্লাব প্রেসিডেন্ট রোটা. রাজকুমার আগারওয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা. আনন্দ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাব সদস্যরা বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশের চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন আমন্ত্রিত অতিথি হিসেবে মিটিংয়ে অংশ নেন।
সভায় স্পোকসপার্সন আলকেশ আগারওয়াল বলেন, রোটারী আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে সেবাকে এগিয়ে নিতে হবে। এজন্য উদ্যোক্তা তৈরিতে রোটারী ক্লাবকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তার নিজস্ব আইডিয়াগুলোকে আরো কার্যকরভাবে সহযোগিতা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমনকে ক্লাব ফ্লাগ দিয়ে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. রাজকুমার আগারওয়ালসহ ক্লাব নেতৃবৃন্দ। রোটা. সুমনও চাঁদপুর রোটারী ক্লাবের চলতি বছরের অভিষেক সুভেনির ক্লাব প্রেসিডেন্ট রোটা. রাজকুমার আগারওয়ালকে প্রদান করেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতা রোটারী সদনের হলরুমে ডিস্ট্রিক্ট এডাল্ট লিটারেসী কমিটি মিটিং অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত তরুণদের অংশগ্রহণে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইপিডিজি রোটা. প্রবীর চ্যাটার্জী। প্রধান অতিথি হিসেবে মিটিংয়ে অংশ নেন রোটারী ইন্টারন্যাশনালের ইমেডিয়েন্ট পাস্ট প্রেসিডেন্ট রোটা. শেখর মেহতা।
১১ জানুয়ারি, ২০২৩।