স্টাফ রিপোর্টার
ইলিশ রক্ষায় চাঁদপুর কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩টি ইঞ্জিনচালিত নৌকা, ১ লাখ ২০ হাজার মিটার কারেন্টজালসহ ২৪ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান, কোস্টগার্ড স্টেশান কমান্ডার শহীদুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নারায়ন দেবনাথ।
শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে হরিণা ঘাট এলাকা থেকে ১০ হাজার মিটার জাল, ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ নদীতে মাছ আহরণরত অবস্থায় ৯ অসাধু জেলেকে আটক করা হয়। আটকরা হলো- জসিম দেওয়ান (১৮), সুমন মিয়া (১৮), সবুজ মিয়া (১৯), মনির (১৮), রতন মিয়া (১৯), আরিফ (১৮), আলামিন (১৯), মিন্টু চাহিদার (২৭) ও মাছুম শনি (২০)। আটকরা সবাই হাইমচরের বাসিন্দা।
আরেকটি অভিযানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ইলিশ ধরার সময় ৮ জেলেকে আটক করা হয়। আটকরা হলো- জয়নাল আবেদিন (২৮), ইদ্রিস আলী (১৯), আল আমিন (২২), শকিল (১৮), জুলহাস (২০), মো. সোহেল (২০), রহিম আলী (২৯) ও কবির হোসেন (২৯)। আটক সবার চাঁদর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা।
আটক জেলেদের মধ্যে ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ১ জনকে ১ হাজার জরিমানা এবং ৯ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর এবং মৎস্য অধিদপ্তরের যৌথ পৃথক অভিযানে শনিবার ভোর ৪টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আখন ঘাট এবং হরিণা ঘাট এলাকা থেকে ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ১ লাখ মিটার কারেন্টজাল, ৩০ কেজি ইলিশসহ ৭ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলো- মনির পাটোয়ারী (২৬), কালু বারী (৪২), মো. সজীব (২৮), নজরুল ইসলাম ( ২৭), মো. রাব্বি (১৮), ইব্রাহিম (৪০) ও মনির (৩২)। আটক জেলেদের সবার উপরে হাইমচরের বাসিন্দা।
অভিযানে হাইমচরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার ইসহাক আলী এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে কাঠের নৌকা এবং ইলিশ মৎস্য অধিদপ্তরকে হস্তান্তর করা হয়।
১৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে নৌকা ও কারেন্টজালসহ ২৪ জেলে আটক