সজীব খান
চাঁদপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাঁদপুর প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়ন ও ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে এবং রবিউল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুকবুল হোসেন, সমাজসেবা অফিসার জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী ও মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারীসহ উপকারভোগীরা।
২২ জানুয়ারি, ২০২৩।