চাঁদপুরে মহিলা আ.লীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, নারীর উপর সহিংসতা, পুলিশ হামলা, সাংবাদিকদের উপর আক্রমন, অ্যাম্বুলেন্স, গণপরিবহনে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার (৮ নভেম্বর) সকালে শহরের কালিবাড়ি শপথ চত্বর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আয়শা রহমান লিলির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাজেদা মুক্তা, নাছরিন ইসলাম, আকলিমা শিউলী, কানিজ ফাতেমা কবিতা, গাজী ফাতেমা, তপতি কর, সুফিয়া আক্তার সুমি, রোকসানা আক্তার ও মেহরুন্নেছাসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। এদের হাত থেকে পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ কেউ রক্ষা পায় না। তারা জ্বালাও-পোড়াওতে বিশ্বাসী। আন্দোলনের নামে কোন ধরনের সহিংসতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ।

০৯ নভেম্বর, ২০২৩।