বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা
এস এম সোহেল
চাঁদপুরে আনন্দঘন পরিবেশে বছরের প্রথমদিন বই উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা। উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারা দেশের মতো চাঁদপুরেও নানা আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ জানুয়ারি) চাঁদপুর জেলার ৮টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক এবং মাদরাসার প্রায় ২২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ২১ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীকে মোট ৫৪ লাখ ১৬ হাজার ৬শ’ ৭২ বই দেওয়া হয়। এসব বই বছরের প্রথম দিনেই বিতরণ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ২৯৫টি উচ্চ বিদ্যালয়ে ও ১৯৫টি মাদ্রাসায় ২ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীর হাতে ৪০ লাখ ৮১ হাজার ৮শ’ ৩০ টি নতুন বই তুলে দেয়া হয়। চাঁদপুরে ১ হাজার ৭শ’ ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৬৪ হাজার ৯শ’ ৮৬ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৩৪ হাজার ৮শ’ ৪২টি নতুন বই বিতরণ করা হয়।
গতকাল রোবববার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে ১৩৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্কুল ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভালো ফলাফল করার পিছনে অনেকের ভূমিকা রয়েছে। আমি চাই অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানের মতো করে গড়ে উঠুক। বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রা সব বিষয়ে অনেক মেধাবী। সে অন্য শিক্ষার্থীদের জন্য উদাহরণ হতে পারে। আত্মবিশ্বাস ও অনুশীলন থাকলে যে কোন মানুষকে গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন, চাঁদপুরে এ বছর ১ হাজার ৭শ’ ৭৭টি প্রাথমিক স্কুলে ২ লাখ ৬৪ হাজার ৯শ’ ৮৬ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় আমার আনন্দের একটি জায়গা। সেখানে গেলে অনেকগুলো ফুটন্ত ফুল একসাথে দেখতে পাই। শিশুদের প্রতি অভিভাবকেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনারা শিশুদের প্রতি খেয়াল রাখবেন। শিশুদের মনে দেশপ্রেম ও সাহস যোগাতে হবে।
তিনি ছোট বেলার স্মৃতিচারণ করে বলেন, একসময় আমরা বই পেতাম বছর শুরু হওয়ার কয়েক মাস পর। তখন প্রাথমিক শিক্ষার বই বিনামূল্যে পেতাম না। কিন্তু বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বছরের শুরুতে বিনামূল্যে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছেন। এই মহান কাজের জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশা ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকিরসহ চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এরপর সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) সুলতানা ফেরদৌস আরা।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মমিনুল হক সর্দার, শিক্ষক মনজিল হোসেন, আব্দুল মান্নান, ওয়াসিম উদ্দিন, আব্দুল লতিফ মিয়াজী ও আব্দুল আতিক মিয়াজীসহ অন্যরা।
পরে জেলা প্রশাসক কামরুল হাসান শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
বেলা সাড়ে ১১টায় চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমি, বিষ্ণুদী আজিমিয়া ও আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সকাল ১০টায় চাঁদপুর শহরের পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি।
উল্লেখ্য, জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ২৯৫টি উচ্চ বিদ্যালয়ে ও ১৯৫টি মাদ্রাসায় ২ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীর হাতে ৪০ লাখ ৮১ হাজার ৮শ’ ৩০ টি নতুন বই তুলে দেয়া হয়। চাঁদপুরে ১ হাজার ৭শ’ ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৬৪ হাজার ৯শ’ ৮৬ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৩৪ হাজার ৮শ’ ৪২টি নতুন বই বিতরণ করা হয়। বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।
০২ জানুয়ারি, ২০২৩।