চাঁদপুর সদর উপজেলা পরিষদে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
সভাপতির বক্তব্যে সানজিদা শাহনাজ বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতির কাজ করছি। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই প্রধানমন্ত্রীর সম্প্রীতির কর্মকাণ্ডকে আমরা আরো বেগবান করে তুলবো। চাঁদপুর সদর উপজেলায় ৩৪টি পূজামণ্ডপের মধ্যে ২৯টি পূজামণ্ডপ শহর এলাকায় হলেও বাকিগুলো ইউনিয়ন পর্যায়ের। যে ৫টি পূজামণ্ডপ ইউনিয়ন পর্যায়ে সেই সব পূজামণ্ডপে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা সজাগ দৃষ্টি রাখবেন। সরকার যে চাল বরাদ্দ দিয়েছে তা আগামি রোববারের মধ্যে আপনারা সব প্রকার কাগজ জমা দিয়ে তা উত্তোলন করে নিবেন। ইউনিয়ন পর্যায়ের পূজা মণ্ডপগুলোতে চেয়ারম্যানরা গ্রাম পুলিশদের নিয়োগ দিয়ে তদারকি করাবেন। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করবেন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। যাতে কেউ পূজামণ্ডপে কোন অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদের তালিকা মডেল থানায় জমা দিতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সেই তালিকা জনসম্মুখে রাখতে হবে যাতে আইন-শৃঙ্খলা বাহিনী পূজামন্ডপ পরিদর্শনে গেলে তারা যেন ঐ স্বেচ্ছাসেবক টিমের সাথে আলোচনা করতে পারে।
এসব আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) এনামুল হক চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ার হোসেন গাজী টিটু, পুরাণবাজার হরিসভা মন্দিরের পক্ষে কার্তিক সরকার, বালিয়া ইউনিয়নের নাহারা বাড়ি পূজা মন্দিরের মন্ডপের পক্ষে তিমির কুমার নাহা প্রমুখ।
২৭ সেপ্টেম্বর, ২০২১।