স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল মনোনয়ন প্রত্যাশী।
রোববার (১৯ নভেম্বর) সকালে ৩ জন মনোনয়ন প্রত্যাশীর বিপুলসংখ্যক সমর্থক লঞ্চ যোগে চাঁদপুর থেকে ঢাকা যান। ঢাকার সদরঘাট থেকে হাজার হাজার নেতাকর্মীরা নৌকা মার্কার শ্লোগানে শ্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করে ধানমন্ডিসহ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যান। এসময় মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
পরে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর উপজেলা) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এক সঙ্গে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
২০ নভেম্বর, ২০২৩।