স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অধিদপ্তরের অধীনে পুরাণবাজার ডিগ্রি কলেজ আয়োজিত জুলাই-২০২৪ বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কলেজ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো. খলিলুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও সহকারী পরিদর্শক আজিজুল হক।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়ায়েব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে কলেজের বিএনসিসির ক্যাডেটরা। তারপর জুলাই-২০২৪ বিপ্লবে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
বক্তারা বলেন, শহিদ শব্দটি শুধু একটি আক্ষরিক শব্দ নয়। এই শব্দটি আদর্শ ও চেতনার সাথে ধারণ করে লক্ষ্য, প্রতিবাদ ও বিদ্রোহ বিপ্লবের সৈনিকদের ত্যাগের মহিমা। এই মহিমাকে ধরে রাখতে শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা বক্তব্য রাখেন। যখন একজন মা সন্তান হারিয়ে কোল খালি হয়ে যাওয়ার হাহাকারের কথা বলেন। যখন একজন ভাই তার স্নেহের ভাইকে হারিয়ে বাহুহীন হওয়ার কথা বলেন। আমরা দেখেছি অনুষ্ঠানের এইসব অভিজ্ঞতার কথা দর্শকসহ উপস্থিত সবার নয়নকে অশ্রুসিক্ত করে তুলেছে। এই সংগ্রাম ও ত্যাগের পরেও কেউ কেউ আশার বাণী যুগিয়েছেন। বিপ্লব পরবর্তী এই নব্য পথ চলার স্বপ্নের দেশের জন্য প্রত্যাশা ও পরিকল্পনার কথা বলেছেন। অর্জিত বিজয়কে মহিমান্বিত করার পাশাপাশি অক্ষুণ্ন রাখার কথা বলেছেন। জুলাই-২০২৪ এর দেশকে গর্বের শীর্ষ চূড়ায় নেওয়ার প্রত্যয় ও শহিদদের আত্মার মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় পুরানবাজার ডিগ্রি কলেজে আয়োজিত জুলাই-২০২৪ বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভা।
১৯ জানুয়ারি, ২০২৫।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী শীর্ষক আলোচনা