প্রাথমিক শিক্ষা পদক-২০১৯
স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন চাঁদপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।
তিনি ২০০৬ সালের ১৩ এপ্রিল চাকরিতে যোগদান করেন। যোগদান করার পরই নিজের কর্মদক্ষতায় সবার কাছেই হয়ে উঠেছেন গ্রহণযোগ্য প্রিয় ব্যক্তিত্ব হিসেবে। প্রথম যোগদান করেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসে। বর্তমান কর্মস্থল চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিস। তিনি বহরিয়া এলাকার ২৪টি বিদ্যালয়ের ক্লাস্টারের দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূর্ব জাফরাবাদের ১৮টি বিদ্যালয়ের ক্লাস্টারের দায়িত্ব পালন করছেন।
ক্লাস্টারের সব বিদ্যালয়ে সততা স্টোর, মহানুভবতার দেয়াল, মোবাইল মাসি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বুক কর্নার, স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট অব দ্যা ডে, কাব কার্যক্রম, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, আলোকচিত্র কর্নার, ক্ষুদে ডাক্তার, দেয়ালিকা, মিড ডে মিল শতভাগ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের ঝড়ে পড়া ৬% থেকে ১.৭৬% এ নামিয়ে আনেন। আইসিটিতে ডিপ্লোমাও করেন তিনি। তাই শিক্ষকদের আইসিটিতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
নিজ এলাকায় দরিদ্র মেধাবীদের নিজ খরচে পড়াশুনার ব্যবস্থাও করেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বছরে ২বার মতবিনিময় সভা করেন। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থীদের বিভিন্নভাবেই পুরস্কার দিয়ে থাকেন।
দেলোয়ার হোসেন ১ ছেলে ও ১ মেয়ের জনক।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন