জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
এ ব্যাপার সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছ থেকে নির্বাচনী ফলাফলের গণবিজ্ঞপ্তি গ্রহণ করেন ডা. প্রাণ গোপাল।
রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, গত ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ১৮ সেপ্টেম্বর সকালে ডা. প্রাণ গোপাল দত্তের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মনিরুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্তই ছিলেন। যার কারণে একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বদ্বিতায় এ আসন থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এরপর গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।
এর আগে গত ৩০ জুলাই এ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। আগামি ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৬জন প্রার্থী মনোনয়নপত্র নিয়ে জমা দেন ৪জন।
এরআগে যাচাই বাচাইয়ে বৈধ হওয়া ২ প্রার্থী ন্যাপ মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
২১ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- আজকের পত্রিকা
- ডা. প্রাণ গোপাল দত্তকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা