প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আরো দায়িত্বশীল হতে হবে
………মো. মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার
দৈনিক ইলশেপাড়ের উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার সব উপজেলার ব্যুরো ইনচার্জ ও প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী উপজেলা প্রতিনিধি সভা, প্রতিনিধি মূল্যায়ন, শুভেচ্ছা স্মারক ও আইডি কার্ড বিতরণ করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক আলহাজ মো. মিজানুর রহমান (এসি মিজান)। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলশেপাড়ের সুখে-দুঃখে আপনারা সব সময় পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখায় আজ ইলশেপাড় পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আগামিতেও সহযোগিতা অব্যাহত রাখলে ইলশেপাড় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে। তাই আগামির পথচলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। এজন্য তিনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সব প্রতিনিধিদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, তারা ইলশেপাড়ের সুখে-দুঃখে কাজ করতে আগ্রহী। করোনা পরবর্তী পত্রিকার এই ক্রান্তিকালে তারা ইলশেপাড়ের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা পত্রিকার প্রকাশনা সম্পর্কে নানা পরামর্শ দেন এবং দ্রুত বর্তমান অবস্থা উত্তরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্রিকার সাবেক প্রধান সম্পাদক এসএম আনওয়ারুল করিম, ব্যবস্থাপনা সম্পাদক হাজি হযরত আলী বেপারী, সহকারী সম্পাদক মাও. মাহফুজ উল্যাহ খান, সিনিয়র সাব-এডিটর মো. মনির হোসেন, যুগ্ম-বার্তা সম্পাদক এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, বিশেষ প্রতিনিধি আলহাজ এসএম চিশতী, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নবী নোমান, মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মো. মনিরুল ইসলাম, মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবিব উল্যাহ, কচুয়া ব্যুরো ইনচার্জ আহসান হাবীব সুমন, হাইমচর উপজেলা প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, নারায়ণপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব ও কচুয়া প্রতিনিধি ফয়সাল আহমেদ।
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম, স্টাফ রিপোর্টার নূরে আলম, মাজহারুল করিম সুমন, বিধান দাস, আল আমিন ছৈয়াল, সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরী, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, আবু মুসা আল সিহাব, ফরিদগঞ্জ প্রতিনিধি আবু তালেব সরদার, মো. মনির হোসেন, রুহুল আমিন খান স্বপন প্রমুখ।
০৫ ফেব্রুয়ারি, ২০২৩।