ফরিদগঞ্জে জেলেদের জাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রায় ৩ লাখ টাকার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৩৬টি জাল পুড়িয়ে দেয়ায় ১৫টি জেলে পরিবার জীবিকা নির্বাহের অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ।
ক্ষতিগ্রস্ত জেলে নরেশ চন্দ্র দাস (৫০), নয়ন চন্দ্র (৩৫), রতন চন্দ্র দাস (৫০) সহ আরো কয়েকজন বলেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকাতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের মতো শনিবার বিকেলে আমরা কড়ৈতলী চৌধুরী বাড়ির পাশে একটি মাঠে জালগুলো শুকাতে দিয়ে বাড়িতে চলে যাই। রোববার (২৮ এপ্রিল) সকালে কাজে যাওয়ার জন্য জালগুলো নিতে এসে দেখি আমাদের সবগুলো জাল পুড়ে ছাঁই হয়ে পড়ে আছে।
জেলেদের সর্দার অতুল চন্দ্র দাস বলেন, দুর্বৃত্তরা আমাদের ৩৬টি জাল পুড়িয়ে দিয়েছে। আমরা বাবা-মা ও স্ত্রী-সন্তান নিয়ে কী খেয়ে থাকবো, দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি। যারাই আমাদের জালগুলো পুড়িয়ে দিছে, আমরা তাদের বিচার চাই।
বিষয়টি নিয়ে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসাইন আহমেদ রাজন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি, জেলেদের জালগুলো পুড়িয়ে দিয়েছে যারা, তারা অমানুষের কাজ করছে। আমি আইন শৃঙ্খলাবাহিনীকে জানিয়েছি। আশা করি অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

২৯ এপ্রিল, ২০২৪।