ফরিদগঞ্জে দ্বিধাদ্বন্দ্ব ও ধার করা আ.লীগ দিয়ে চলবে না

আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলায় দ্বিধাদ্বন্দ্ব ও ধার করা আওয়ামী লীগ দিয়ে চলবে না। স্বাধীনতার পর ৫০ বছর পার হলো নিজেদের অন্তর্দ্বন্দ্ব ও কর্তৃত্ব খাটাতে গিয়ে আওয়ামী লীগ এখানে এখনো নড়বড়ে। ফলে এই আসনে বিএনপির একটি শক্ত ঘাটি হিসাবে এখনো পরিচিত। দল টানা তিনবার ক্ষমতায় সময় পেয়েও ফরিদগঞ্জ আওয়ামী লীগকে ঢেলে সাজাতে পারেনি। আর এ ব্যর্থতার দ্বায়ভার কার? এ ব্যাপারে উপজেলার সব নেতাকর্মীরা জানে। কিন্তু জেনেও কেউ কাজ করলেও অনেকে করছে না।
২০০১ সালে যারা বিএনপির হাতে নির্যাতন ও মার খেয়ে এখনো আওয়ামী লীগের কাজ করে তারা পুনরায় ২০১৮ সালে রাতদিন খেটে নির্বাচনী মাঠে কাজ করেছেন। বর্তমানে তাদের খোঁজ নেওয়ার যেন কেউ নেই। দিন যতই যাচ্ছে এখানে নীল সাদা গোলাপী রাজনীতি ততই বাড়ছে। বর্ণচোরা অনুপ্রবেশকারীরা বর্তমানে ক্ষমতার স্বাদ চেটে খাচ্ছে এবং গত পৌনে চার বছর ধরে রুটি রুজির ব্যবস্থা পাকাপোক্ত করে নেয়। সিনিয়র ও প্রকৃত আওয়ামী পরিবাররা বঞ্চিত ও সর্বশান্ত প্রায়। বর্তমান ক্ষমতার মেয়াদে পৌনে চার বছর অতিবাহিত হলেও উপজেলা আওয়ামী লীগ ও বর্তমান এমপির সাথে বৈরীভাব চলে আসছে। অথচ দলীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা থাকলেও মনে হয় নিজের দলই বিরোধী দল। এরকম পরশ্রীকাতর অবস্থা থাকলে আগামি নির্বাচনে আসলে কিভাবে জয়ের আশা করা যায়? এমন প্রশ্ন উপজেলা প্রকৃত আওয়ামী পরিবারের।
এদিকে ফরিদগঞ্জ আওয়ামী লীগের অতীতে দু’চারজন দলপ্রেমী নেতাকর্মী থাকলেও অদৃশ্য শক্তির দাপটে দলের কাজ করতে পারছে না। ফলে এখানে এক হযবরল অবস্থা ও প্রকৃতদের অধিকার বির্বর্জিত পূর্নমাত্রায় হচ্ছে।
অপরদিকে জুন মাসের শেষে ওয়ার্ড, ইউপি, ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার ইতোমধ্যে কেন্দ্র থেকে নির্দেশ আসলেও আওয়ামী পরিবারের সদস্যরা আগের মতন দলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কোন পদ-পদবীতে থাকতে নারাজ। কারণ, ওয়ার্ড ইউপি কমিটিগুলো ২০১২ সালে গঠন হলেও অতীতে কেউ কেউ খোঁজ নিলেও বর্তমানে খোঁজ নেওয়ার যেন কেউ নেই। ফলে অনেকে দল থেকে মুখ ফিরিয়ে গিয়েছে। তাই প্রশ্ন উঠেছে নব্যরা এখন দল ক্ষমতায় আছে বলে মাঠে এবং এখন রাজনীতিতে অংশগ্রহণ করলেও ভবিষ্যতে ওদের ভোটের মাঠে পাওয়া যাবে কিনা গভীর সন্দেহ আছে। তাই নীল-সাদা-গোলাপীর রাজনীতি ছেড়ে সত্যের শক্তিতে ফরিদগঞ্জ আওয়ামী লীগকে বাঁচাতে ঐক্যের ডাক প্রকৃত আওয়ামী পরিবারের।

০১ জুন, ২০২২।