ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নারায়ন রবিদাস
মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ শাখার উদ্যোগে বিশেষ কর্মসূচীর আওতায় সোমবার (১৯ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ এম এ হান্নানের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নিরাপদভাবে স্বাস্থ্যবিধি মেনে ফরিদগঞ্জের বিভিন্ন অঞ্চলে এক হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করেন। উপজেলার শোল্লা এলাকায় আলহাজ এম এ হান্নান নিজে উপস্থিত থেকে বিতরণ করেন।
বাসস্ট্যান্ড এলাকায় বিতরণকালে উপস্থিত ছিলেন এভিপি ও ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী, এভিপি ও চাঁদপুর শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জাভেদ, এক্সিকিউটিভ ও জিবি ইনচার্জ হাজীগঞ্জ শাখা মো. আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।

২০ জুলাই, ২০২১।