
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং ফ্রিজে কাচা ও পাকা খাবার এক সাথে রাখার দায়ে হারুন মিয়াজীর খাবার হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে মো. ফারুক হোসেনের মুদি দোকানে ৪ হাজার টাকা এবং মা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ এবং সার্বিক সহযোগিতা করে মতলব দক্ষিণ থানা পুলিশ।