মতলবে বরদিয়া আড়ং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং ফ্রিজে কাচা ও পাকা খাবার এক সাথে রাখার দায়ে হারুন মিয়াজীর খাবার হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে মো. ফারুক হোসেনের মুদি দোকানে ৪ হাজার টাকা এবং মা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ এবং সার্বিক সহযোগিতা করে মতলব দক্ষিণ থানা পুলিশ।