মতলব পৌর ভবনের সম্প্রসারিত কক্ষের উদ্বোধন

 

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌর ভবনের সম্প্রসারিত তিন কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আওলাদ হোসেন লিটন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, লিয়াকত আলী সরকার, সারোয়ার সরকার লিখন, আনিছুর রহমান আনু, সাইফুল ইসলাম মোহন, পিন্টু সাহা, আব্দুল হাই বকাউল, নারী কাউন্সিলর জোহরা খাতুন এবং ঠিকাদার টুটল পাটোয়ারী।
মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, প্রায় সাড়ে ২৭ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি করা হয়েছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম ফারজানা এন্টারপ্রাইজ।
২১ সেপ্টেম্বর, ২০২১।