গরিব-অসহায়দের নিরলস সেবা দিয়ে যাচ্ছে যুব ফাউন্ডেশন
……….আইয়ুব আলী বেপারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসা সংলগ্ন এলাকায় বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বেপারী বলেন, চাঁদপুর যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই জনস্বার্থে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গরিব-অসহায় মানুষকে নিরবে-নিভৃতে সেবা দিয়ে যাওয়া চাঁদপুর যুব ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, চাঁদপুর যুব ফাউন্ডেশনকে মানুষের সেবায় সময় এগিয়ে আসার আহŸান করবো এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করবো।
দিনব্যাপী এ কার্যক্রমে চাঁদপুর যুব ফাউন্ডেশনের সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজালাল খান রাসেলের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য শেখ মো. হানিফ, সহ-সভাপতি মোহাম্মদ বাদশা ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সুমন রায়, সাইফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক ফারুক মোর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার রুপাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল সহায়তা প্রদান করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার ও সহকারী ল্যাবরেটর আমিনুল ইসলাম পাপন।
উল্লেখ্য, চাঁদপুর যুব ফাউন্ডেশন করোনাকালীন সেবা, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ দুর্যোগকালীন সময় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
১৫ জানুয়ারি, ২০২৩।