রোটারী পোলিও অ্যাওয়ার্ড পেলেন মাহবুবুর রহমান সুমন

স্টাফ রিপোর্টার
রোটারী পোলিও অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। গত শনিবার (২৪ জুন) কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেয়া হয়।
দি রোটারী ফাউন্ডেশনের এমপিএইচএফ, এমসি পদকধারী রোটা. মাহবুবুর রহমান সুমন ২০২২-২৩ রোটারী বর্ষে বিশ্ব পোলিও ফান্ডে ১শ’ ডলার অনুদান প্রদান করেন। পোলিও নির্মূলে অবদান রাখায় ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড সিরিমনিতে তাকে ঐ পুরস্কার প্রদান করা হয়।
এর আগে ২০২২ সালের গত ২৪ অক্টোবর ‘ওয়ার্ল্ড পোলিও ডে’ উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর উদ্যোগে চট্টগ্রামস্থ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে র‌্যালির পর অনুষ্ঠানে পোলিও নির্মূলে অবদান রাখায় ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড সিরিমনিতে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেন রোটারী গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী। র‌্যালিতে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ ও সিনিয়র রোটারিয়ানসহ বিভিন্ন ক্লাবের সহস্রাধিক রোটারিয়ান অংশ নেন।
গত ২৪ জুন কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে রোটারী গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডী রোটা. সামিনা ইসলাম, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান ও সিনিয়র রোটারিয়ানসহ বিভিন্ন ক্লাবের সহ¯্রাধিক রোটারিয়ান অংশ নেন।
রোটারী পোলিও অ্যাওয়ার্ড ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান ও ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।
উল্লেখ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে রোটারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল করার প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে। এছাড়া বিশ্বব্যাপী পোলিও নির্মূলের পদক্ষেপ হিসেবে রোটারী অ্যাডভোকেসি, তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সচেতনতা তৈরিতে কাজ করছে। রোটারীর সদস্যরা ১২২টি দেশের প্রায় ৩ বিলিয়ন শিশুকে এই পক্ষাঘাতজনিত রোগ থেকে রক্ষা করতে ২.৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় এবং অগণিত স্বেচ্ছাসেবক ভূমিকা রেখেছে।

২৭ জুন, ২০২৩।