স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে এক বিধবাকে ধর্ষণ করার অপরাধে শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোবারক হোসেনের বিরুদ্ধে সম্প্রতি একটি ধর্ষণ মামলা দায়ের করেন বিধবা নারী মঞ্জুমা বেগম। এ মামলায় ইউপি সদস্য মোবারক হোসেন গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাস ভোগে ছিলেন চাঁদপুর জেলা কারাগারে। সেখান থেকে গত এক সপ্তাহ আগে জামিন পান মোবারক হোসেন।
জামিন পাওয়ার পর ইউপি সদস্য মোবারক হোসেন সে নারীর সাথে মামলা থেকে বাঁচতে মামলা তুলে নিতে তার সাথে ভাল সম্পর্ক ও সখ্যতা গড়ে তুলেন। সে মতে ইউপি সদস্য মোবারক হোসেন পুনরায় একই নারীকে ধর্ষণ করার পর বৃহস্পতিবার গভীর রাতে এলাকাবাসী তাকে হাতে-নাতে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক হয়। খবর পেয়ে খিলাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইদ্রিস মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় জনরোষ হতে বাঁচতে ইউপি সদস্য মোবারক তার ভুল স্বীকার করে ও ওই নারীর সাথে বিবাহের আগ্রহ প্রকাশ করে। পরে তাকে পুলিশ গভীর রাতে শাহরাস্তি থানায় পুলিশ হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অবশেষে গণপিটুনি ও ধর্ষণ মামলা থেকে বাঁচতে কাজী ডেকে শাহরাস্তি থানায় তার অপরাধের জন্য খোদার কাছে তওবা পাঠ করে শুক্রবার বাদ জুমা ইউপি সদস্য মোবারক হোসেন ও একই গ্রামের মৃত মো. হোসেনের বিধবা স্ত্রী মঞ্জুমা বেগমকে ৩ লাখ টাকা দেন মোহরানা নির্ধারণ করা বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ওই ইউনিয়নের হাটপাড় গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আঃ রহমানের ছেলে মোবারক হোসেনের সাথে একই গ্রামের মৃত মো. হোসেনের বিধবা স্ত্রী মঞ্জুমা বেগমের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে মর্মে এলাকায় কানাঘুষা চলছিল। ইতোপূর্বে মঞ্জুমার দায়ের করা ধর্ষণ মামলায় মোবারক কারাবাস করে।
নিকাহ রেজিস্টার কাজী মাও. মো. আব্দুল হান্নান জানান, উভয় পক্ষের আত্মীয় ও এলাকার লোকজনের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়েছে। এতে সাড়ে ৩ লাখ টাকা দেন মোহরানা নির্ধারণ করা হয়েছে। বিয়ের আগে তারা ২ জন অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় তাদের উভয়কে তওবা পড়ানো হয়েছে।
রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম পাটোয়ারী লিটন জানান, তাকে সকালে বিষয়টি জানানো হয়েছে। আগে ওই নারীর সাথে ইউপি সদস্যের মামলা ছিল।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। উভয়েই প্রাপ্তবয়স্ক হওয়ায় পারিবারিকভাবে আলোচনায় তাদের জীবনের দিক বিবেচনা করে তাদের মতামতের ভিত্তিতে বিয়ের কাজটি সম্পন্ন করা হয়।
২৩ মে, ২০২১।