নিজস্ব অর্থায়নে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে বিশ্বে বিরল
……..অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল
মসজিদ নির্মাণের মাধ্যমে শাহরাস্তিবাসীর আশা-আকাক্ষ্মা পূরণ হোক
…….জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে জমি চূড়ান্তকরণের উদ্দেশে গঠিত কমিটির সদস্যরা প্রস্তাবিত স্থান পরিদর্শন এবং এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গন্যামান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২৬ জুন) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়ালের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সদস্যরা প্রস্তাবিত দু’টি স্থান পরিদর্শন করেন।
এরপর শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনাতয়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গন্যামান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নিজস্ব অর্থায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। যা সৌদি সরকারের অর্থায়নের করার কথা ছিল।
তিনি বলেন, বিশ্বে প্রথম কোনো সরকার একই সময়ে এবং একসাথে নিজস্ব অর্থায়নে এতো বিপুলসংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা বিরল ও যুগান্তকারী ঘটনা। যা প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় নির্মিত ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আমরা চাই শাহরাস্তি উপজেলায়ও যথাসময়ে মসজিদটি নির্মাণ হোক।
ইসলামের প্রচার ও প্রসার এবং মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৫৬০টি মসজিদ নির্মাণের প্রশংসনীয় উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সারাদেশের মতো আমাদের চাঁদপুরের কচুয়া উপজেলায়ও নির্মিত মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র শাহরাস্তি উপজেলা ছাড়া সবকটি উপজেলায় এই মসজিদের নির্মাণ কাজ চলমান।
তিনি আরো বলেন, শাহরাস্তিতে অভিযোগ ও বিভিন্ন জটিলতায় মডেল মসজিদ নির্মান কাজ পিছিয়ে যাচ্ছে। আমরা চাই, মডেল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে শাহরাস্তিবাসীর আশা-আকাঙ্খার পূরণ হোক। এ ব্যাপারে সংসদ সদস্যও আন্তরিক। আপনারাও (স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী) সহযোগিতা করুন। তাহলে কাজটি করতে আমাদের জন্য সুবিধা হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মো. সাখাওয়াত হোসেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি আব্দুল লতিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মীরা, থানার ওসি মো. আব্দুল মান্নানসহ অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৭ জুন, ২০২১।