শাহরাস্তিতে যুবলীগের উদ্যোগে নির্বাচনী পথসভা

নৌকার বিজয় নিশ্চিত করেই যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী ঘরে ফিরবে
…. এম. শাহাদাত হোসেন তসলিম
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হাজি আবদুল লতিফের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা আলআমিন শপিং কমপ্লেক্স চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জির পরিচালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য এম. শাহাদাত হোসেন তসলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগে নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার ব্যান্ড যুবলীগ, সারা দেশে নৌকা প্রতিককে বিজয়ী করতে অতন্দ্র প্রহরীর মত কাজ করছে যুবলীগ। আগামি ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করেই যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
পথসভায় স্বাগত বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র ও নৌকা প্রতিকের প্রার্থী হাজী আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিস মিয়া শেখ সাগর, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইঁয়া, যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সাবেক পৌর আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল কবির, পৌর যুবলীগের আহবায়ক রেজাউল করিম বাবুল, যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল প্রমুখ। পথসভায় উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।