শাহরাস্তির দৈকামতা ও কাকৈরতলায় করোনা প্রতিরোধে উঠান বৈঠক

শাহরাস্তি ব্যুরো
জেলা তথ্য অফিসের আয়োজনে শাহরাস্তির দৈকামতা ও কাকৈরতলা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্য মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের জিওবি খাতের আওতায় গত ২ ও ৩ নভেম্বর মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা বড়বাড়ি ও সুচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা ধনগাজী বেপারী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিকেল অফিসার ডা. আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দ, মেহের উত্তর ইউপি সচিব সাইফুল ইসলাম, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফারুক দেওয়ান, সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের সদস্য বেবী নাছরিন, সমাজসেবক আহসান মোল্লা, মো. বিল্লাল হোসেন, আবু জাহের, যুবলীগ নেতা সোহেল পাটোয়ারী প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার নিশ্চিত করা, মাস্ক ব্যবহার না করলে কোন সেবা না দেয়া। গণপরিবহনে মাস্ক বাবহার নিশ্চিতকরণ ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোঁয়া, মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন।
পরে উঠান বৈঠকে উপস্থিত সব অংশগ্রহণকারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
৫ নভেম্বর, ২০২০।