স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের আলোচনা সভা

আগামি নির্বাচনে বিজয়ী ও স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয়ী হলেও স্বাধীনতার বিজয়ের আনন্দ আমাদের বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। ৭১ এর পরাজিত শক্তি এবং তাদের দোষররা দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে। পরবর্তীতে স্বাধীনতা বিরোধীরা দেশকে আবার পাকিস্তানী ভাবধারায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এদেশের জনগণের সর্তকতার জন্য তাদের ঐ উদ্দেশ্যে সফল হয়নি।
তিনি আরো বলেন, মাত্র এক বছরের কম সময়ে সংবিধান প্রণয়ন করাসহ আন্তর্জাতিক শতাধিক দেশের স্বীকৃতি অর্জন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন। বঙ্গবন্ধু এমন নেতা যে নেতা দেশের জনগণ স্বার্থে আমৃত্যু কাজ করে গেছেন। এই স্বাধীন দেশে ১০ জানুয়ারী বাংলাদেশে বিমান থেকে নেমে তাঁর পরিবারের কাছে না গিয়ে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানে চলে যান। তিনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের উদ্দেশ্যে ঐ দিনই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন, তার রুপরেখা ঘোষণা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে হত্যার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গত ৪১ বছরের সংগ্রামের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে।
তিনি আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে এবং আগামির স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জয়নাল পাটওয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস ছাত্তার রাঢ়ি, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটওয়ারীসহ সদর উপজেলার সব ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকরা।

১১ জানুয়ারি, ২০২৩।