হাজীগঞ্জে বুলবুলে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রশাসনের সহায়তা

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা প্রদান করেছে জেলা ও হাজীগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকালে ক্ষতিগ্রস্ত দুই পরিবারেরর মাঝে নগদ ৩২ হাজার টাকা, ৪ বান ঢেউটিন ও ৬০ কেজি চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
সহায়তাপ্রাপ্তরা হলেনঃ- পৌরসভাধীন কংগাইশ গ্রামের ইসমাঈল হোসেন ও দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের শাহজাহান। গত রোববার ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সৃষ্ট ঝড়ো হওয়ায় ইসমাঈল হোসেন ও শাহজাহানের বসতঘর দু’টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে পরিবার দু’টি ব্যাপক ক্ষতির শিকার হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি নগদ ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি নগদ ৬ হাজার করে মোট ১২ হাজার টাকা, ২ বান করে মোট ৪ বান ঢেউটিন ও ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম দিপুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সহায়তাপ্রাপ্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।