হাজীগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ক্রীড়া ও সাংস্কৃতি সুস্থ বিনোদনের সর্বোত্তম মাধ্যম
…….পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) বিকালে পৌরসভাধীন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
খেলায় মোট ২৬ দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ওয়ারুক পাটওয়ারী বাড়ি একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ান ও টোরাগড় মৃধা বাড়ি একাদশ রানারআপ হয়। বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ অতিথিবৃন্দ। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি খেলোয়াড়সহ উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন উপস্থিতির উদ্দেশ্যে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি সুস্থ বিনোদনের সর্বোত্তম মাধ্যমে। এতে কিশোর-যুবকদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ থেকে তাদেরকে দূরে রাখে। তাই অবসর সময়ে কিশোর ও যুবকদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে পৌর এলাকায় অনুষ্ঠিত কার্যক্রমে আমার ও পৌরসভার প্রত্যক্ষ সহযোগিতা থাকবে।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদের সভাপতিত্বে এবং জনপ্রিয় উপস্থাপক জাহিদ হাসানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, ৭নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কাজী মনির হোসেন এবং আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন হান্নান তালুকদার।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন মনির হোসেন ভূঁইয়া। এ সময় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কবির হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এনায়েত উল্যাহ্, আবুল হাসেম খন্দকার, দুলাল খন্দকারসহ খেলার আয়োজক সজীব মজুমদার, শাহজাদা তালুকদার, ইমান তালুকদার, এমরানসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২৯ নভেম্বর, ২০২০।