হাজীগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে দুই ছাত্রী হাসপাতালে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে দুই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার বিকালে আহত অবস্থায় দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করায় তাদের পরিবারের লোকজন। এদিন দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ ইসলামীয়া আলিম মাদরাসায় এ বেত্রাঘাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানিয়েছেন মাদরাসার অধ্যক্ষ এটিএম আব্দুল হাই। আহত ওই দুই ছাত্রী মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহত এক ছাত্রী একই ইউনিয়নের লোধপাড়া গ্রামের শহীদ উল্যাহ্ মেয়ে ও অপর আহত ছাত্রী একই গ্রামের নুরে আলমের মেয়ে।
বর্তমানে আহত দুই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এর আগে রোববার দুপুরে মাদরাসায় ক্লাস চলাকালীন সময়ে পড়ালেখা না পারায় এবং দুষ্টামির করার কারণে ছাত্রীদের উপর বেত্রাঘাত করেন মাদরাসার নূরাণী বিভাগের শিক্ষক আব্দুল হালিম। এতে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে এ দিন বিকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
হাসপাতালে আহত ছাত্রীদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, একই স্থানে বেশ কয়েকটি বেত্রাঘাত করার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ভর্তি দেন। বর্তমানে তারা কিছুটা সুস্থ আছেন।
তারা জানান, এদিন (রোববার) বিকালেই মাদরাসার অধ্যক্ষ ও অভিযুক্ত শিক্ষকসহ অন্য শিক্ষকেরা হাসপাতালে এসে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং অভিযুক্ত শিক্ষক ক্ষমা প্রার্থনা করেন।
মাদরাসা অধ্যক্ষ অধ্যক্ষ এটিএম আব্দুল হাই জানান, মাদরাসার পক্ষ থেকে আহত দুই ছাত্রীর চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তীতে মাদরাসা পরিচালনা পর্ষদের সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেত্রাঘাত নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, মাদরাসার নূরাণী বিভাগের শিক্ষক আব্দুল হালিম অতিরিক্ত শিক্ষক হিসেবে ষষ্ঠ শ্রেণির কুরআন মাজিদ বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। ক্লাসে দুষ্টামি করায় ছাত্রীদের বেত্রাঘাত করেছেন তিনি। যার ফলে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, তদন্তপূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আহত দুই ছাত্রীর চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য মাদরাসা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।