হাজীগঞ্জে ১০ ভিক্ষুক পুনর্বাসন ও ২০ ছাত্রীকে বাইসাইকেল প্রদান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন ও ২০ জন স্কুল ছাত্রীকে বাইসাইকেল প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রোববার (১৫ জানুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিস্তিপ্রস্তর স্থাপনসহ ভিক্ষুকদের পুর্নবাসন ও ছাত্রীদের সাইকেল প্রদান করেন।
এ দিন সকালে তিনি গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্র্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন করেন। এ দিন দুপুরে উপজেলা চত্বরে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন এবং সরকারি অর্থায়নে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ২০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করেন।
পুনর্বাসনকৃত ১০ ভিক্ষুকের মধ্যে ২ জনকে মুদি মালামাল, ২ জনকে সেলাই মেশিনসহ আনুসাঙ্গিক মালামাল ও থান কাপড় এবং ৬ জনকে গাভীর বাছুর প্রদান করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০ জন স্কুল ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সাইকেলপ্রাপ্ত ছাত্রীরা বিদ্যালয় থেকে ৩ থেকে ৬ কিলোমিটার দূর থেকে আসা-যাওয়া করতো।
এ দিন বিকালে হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পশ্চিম হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ জসিম উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬ জানুয়ারি, ২০২৩।