স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা জজ আদালতের সাবেক পিপি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা অ্যাড. কামরুল ইসলামের দাফন সম্পান্ন হয়েছে।
গতকাল সোমবার মরহুমের প্রথম জানাজা সকাল ১০টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন।
জানাজায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন বাশার, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. শেখ হাবিবুর রহমান, পিপি আমান উল্লাহ, অ্যাড. তাহের, অ্যাড. রুহুল আমিন, অ্যাড. সালেহ উদ্দিন, অ্যাড. কামাল উদ্দিন, অ্যাড. তাহের পাটওয়ারী, অ্যাড. জহির উদ্দিন বাবার, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড. দুলালসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যান্যের মধ্যে অংশ নেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে অ্যাড. কামরুল ইসলামের দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১১টা মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাও. কবির আহমেদ।
মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকারের পরিচালনায় নামাজের আগে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন, জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন মৃধা, উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান, পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, জাতীয় পার্টির নেতা আব্দুল কাইউম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম প্রমুখ।
জানাজায় বিপুলসংখ্যক আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজ শেষে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে দলীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সবশেষে দুপুর আড়াইটায় মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ কবরস্থান মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বোয়ালীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির মৃত্যুতে দোয়া ও মোনাজাত করেন। মরহুম অ্যাড. কামরুল ইসলাম এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা জজ আদালতের সাবেক পিপি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল-আমীন ক্রীড়াচক্রের দীর্ঘদিনের সভাপতি অ্যাড. কামরুল ইসলাম গত রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
০১ অক্টোবর, ২০১৯।